Posts

Showing posts from May, 2020

অন্য জগৎ

Image
"There's so many different worlds So many different suns And we have just one world But we live in different ones" আশে পাশে সবার স্কুল লাইফ নিয়ে এত কথা শুনে Dire Straits এর "Brothers in arms" এর এই লিরিক্স টা বার বার মনে পড়ে যাচ্ছিল। হয়তো আমি ভাগ্যবান, বা হয়তো গঙ্গা পাড়ের এদিকের জগৎ টাই একটু আলাদা ছিল। যাই ছিল, আমার স্কুল জীবন ভীষণ অন্যরকমের ছিল। অধিকাংশ ছেলেদেরই স্কুল লাইফ এ গ্রুপ থাকতো একটা করে। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য বশত সেরকম কিছু ছিল না। তিনজন খুব ভালো বন্ধু ছিল আমার সেই সময়ে: সর্বেশ্বর, সমীরণ আর রোহন।  স্কুল লাইফ বলতে তাদের সাথে কাটানো সময় টাই মনে পড়ে শুধু। তিন জনের সাথেই সম্পর্ক একটু আলাদা ছিল। সর্বেস্বর খুব সিরিয়াস ছেলে। পড়াশোনাই ওর ধ্যান জ্ঞ্যান। লাজুক স্বভাব এর জন্য সবাই ওকে লাল্টু বলে ডাকতাম। আমার আর সর্বের নাম্বার বরাবরই ১৯-২০, কিন্তু বন্ধুত্ব কোন মাপকাঠির রেখা দিয়ে মাপার উপায় নেই। এত সিরিয়াল, শোতে দেখতাম বন্ধু দের মধ্যে কত রেষারেষি অথচ আমাদের মধ্যে সেইটা একদমই ছিল না। উল্টে একে অপরকে অঙ্ক, ফিজিক্স এ সাহায্য করে গেছি বরাবর সাধ্যমত। কো...